রাসুল (সাঃ) এর সাথে ছিল মাত্র ৩১৩ জন আর কাফেরদের সংখ্যা ছিল ১৩০০।
মুসলমানদের পুরো বাহিনীতে মাত্র দুটি ঘোড়া ছিল আর কাফেরদের ছিল ২০০ এর অধিক ঘোড়া।
৩১৩ জনের মুসলিম বাহিনীর জন্য উট ছিল মাত্র ৭০ টি আর কাফেরদের ছিল ১০০০ এর অধিক উট।
অস্ত্র আর যুদ্ধ সরঞ্জামে ছিল বিরাট পার্থক্য!
হযরত আবুবকর ও ওমর (রাঃ) উঠে দাঁড়ালেন।রাসুল (সাঃ) কে বললেন,আমরা আপনার সাথেই আছি।
সা’দ ইবন মু’য়াজ যার শাহাদাতে আল্লাহর আরশ দুলে উঠেছিল তিনি উঠে দাঁড়ালেন।বললেন, ইয়া রাসূলুল্লাহ। আপনার যা ইচ্ছা করুন, আমরা আপনার সাথে আছি।যদি আপনি আমাদেরকে সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়বো। আমাদের একজনও পিছনে থাকবে না।
আল্লাহর রাসুল (সাঃ) তাবু থেকে বেড়িয়ে আসলেন। আসমানের দিকে তাকিয়ে আল্লাহু আকবর বলে ডাক দিলেন।
৩০০০ ফেরেস্তা নিয়ে জিবরাঈল (আঃ) বদর যুদ্ধে আগমন করলেন মুসলিম বাহিনীকে সহায়তা করার জন্য।
৬২৪ ঈসায়ি সালের ১৭ রমজান বদর প্রান্তরে ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়।
যুদ্ধে ১৪ জন সাহাবী শাহাদত বরণ করেন। শত্রুপক্ষের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়। মুসলমানেরা আল্লাহর উপর ভরসা করে সল্প অস্ত্র আর যুদ্ধ সরঞ্জাম নিয়ে বদরের যুদ্ধ অভূতপূর্ব বিজয় লাভ করেন।
কোন মন্তব্য নেই: