গালিব । মির্জা আসাদুল্লাহ গালিব

 মির্জা আসাদুল্লাহ গালিব ভারতবর্ষে মোগল সম্রাজ্যের শেষ ও ব্রিটিশ শাসনের শুরুর দিকের একজন উর্দু এবং ফার্সি ভাষার কবি। মির্জা গালিব মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন।সাহিত্যে তার অনন্য অবদানের জন্য তাকে দাবির-উল-মালিক ও নাজিম-উদ-দৌলা উপাধি দেওয়া হয়। তার সময়কালে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য তার ঔজ্জ্বল্য হারায় এবং শেষে ১৮৫৭ সালের সিপাহীবিদ্রোহ এর মধ্য দিয়ে ব্রিটিশরা পুরোপুরিভাবে মোগলদের ক্ষমতাচ্যুত করে ভারতবর্ষে শাসন শুরু করে, তিনি তার লেখায় এ ঘটনা বর্ণনা করেছেন। সিপাহী বিদ্রোহের সময়কার তার লেখা সেই দিনলিপির নাম দাস্তাম্বু।  তাকে মোগল সম্রাজ্যের সর্বশেষ কবি হিসেবে ও দক্ষিণ এশিয়ায় তাকে উর্দু ভাষার সবচেয়ে প্রভাবশালী কবি হিসেবে মনে করা হয়। আজ শুধু ভারত বা পাকিস্তানে নয় সারা বিশ্বেই মির্জা গালিবের জনপ্রিয়তা রয়েছে।   তার ২২০ তম জন্মদিনে ২০১৭ সালে গুগল ডুডল তৈরি করে তাকে সম্মান প্রদর্শন করেন। 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.