সেলজুক |
১০৭১ সালের ২৬ শে আগস্ট #আজকের_এই_দিনে এই দিনে বর্তমান তুরস্কের পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশে মালাজগির্দের প্রান্তরে সেলজুক তুর্কি ও রোমান বাইজান্টাইন বাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়। যুদ্ধে রোমানদেরকে হারিয়ে তুর্কিরা বিপুল প্রভাবশালী এক বিজয় অর্জন করে।
সেলজুক সুলতান আলপ আরসালান-এর নেতৃত্বে এই যুদ্ধে বিজয়ের পর মধ্য এশিয়া ও অন্যান্য স্থান থেকে তুর্কিরা বসতি স্থাপনের জন্য বিপুল ভাবে আনাতোলিয়াতে আসতে থাকে। এরই পথ ধরে পর্যায়ক্রমে এই ভূখন্ডটি তুর্কিদের ভূখন্ডে পরিণত হয়।
এই যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয় এবং সম্রাট চতুর্থ রোমানোস বন্দী হন।ইতিহাসে এই প্রথম কোনো বাইজেন্টাইন সম্রাট একজন মুসলিম সম্রাটের কাছে বন্দী হন।
যুদ্ধের দিন সকালে আল্প আরসালান তার সেনাবাহিনীকে তলব করেন এবং কাফনের সাদা কাপড় গায়ে দিয়ে বক্তব্য প্রদান করেন।৫০ হাজার সেনার বাইজান্টাইন বাহিনীকে মোকাবেলার জন্য সুলতান আলপ আরসালান তার ২৫ হাজার সৈন্যকে অর্ধ চন্দ্রাকারে সাজান, যা যুদ্ধে বিজয় অর্জন এক গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে কাজ করেছে।
যুদ্ধে পরাজয়ের ফলে আনাতোলিয়ার উপর থেকে বাইজান্টাইন সাম্রাজ্যের প্রভাব দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত ১৪৫৩ সালে উসমানী সুলতান ২য় মুহাম্মদের হাতে বাইজান্টাইন রাজধানী কন্সটান্টিনোপলের পতন ঘটে।
-- উইকিপিডিইয়া,islamibarta.com
কোন মন্তব্য নেই: