10 মহরম আশুরার দিন।

 আজ 10 ই মহরম।। 


আশুরার দিন।। আজকের দিনে প্রিয়নবী "হজরত মুহাম্মদ (সাঃ)" এর প্রাণপ্রিয় কন্যা "ফাতিমা"(রাঃ) এর কলিজার টুকরা-সম পুত্র "ইমাম হুসাইন (রাঃ)" কারবালা প্রান্তরে 

শহীদ হন।। 


বিশ্বে আজ পর্যন্ত লাখো যুদ্ধের ঘটনা ঘটে 

গেছে।। ইতিহাস সর্বদা বিজয়ীদের মনে 

রাখে,,পরাজিতদের নয়।। কিন্তু এই যুদ্ধের 

গুরুত্ব এবং মহত্ত্ব কিন্তু অন্যরকম।। 


সম্ভবত কারবালা বিশ্ব ইতিহাসে একমাত্র 

যুদ্ধ,, যে যুদ্ধে পরাজিতদের নায়ক এবং 

বিজয়ীদের খলনায়ক হিসাবে বর্ণনা করা 

হয়েছে।। 


কারবালা প্রমাণ করে দিয়েছে,, সত্য 

সাময়িক ভাবে পরাজিত হতে পারে,,

কিন্তু,, ইতিহাস সত্যকে আ়ঁকড়ে ধরেই

রচনা হয়ে থাকে।। 


কারবালা প্রমাণ করে দিয়েছে,, মানুষ 

সত্যকে স্বীকৃতি দিয়ে এসেছে,, সেটা 

পরাজিত হলেও।। 


এছাড়াও কোরআন-হাদিসের নিরিখে,, 

আজকের দিনে,, 313 টি ছোটবড়ো 

ঐতিহাসিক ঘটনাবলীর কথা জানা 

গেছে।।


তন্মধ্যে ---


আজকের দিনে,, মহান রাব্বুল আমীন পৃথিবী সৃষ্টি করেছেন।। 


আজকের দিনে,, জমিনের বুকে,, প্রথমবার বৃষ্টিপাত হয়েছিল, আকাশ হতে।। 


আজকের দিনে,, হজরত আদম (আঃ)কে 

সৃষ্টি করা হয়েছিল।।


নিষিদ্ধ ফল খাওয়ার কারনে,, হজরত 

আদম (আঃ)কে জান্নাত থেকে ,, পৃথিবীতে 

পাঠিয়ে দেওয়া হয়েছিল,,আজকের দিনে।।


হজরত আদম (আঃ) এর দোওয়া কবুল 

করা হয়েছিল,, আজকের দিনেই।।


হজরত নূহ্ (আঃ)কে বন্যার হাত থেকে 

মুক্তি দেওয়া হয়েছিল,, আজকের দিনেই।।


হজরত সোলাইমান (আঃ)কে বাদশাহী 

দান করা হয়েছিল,, আজকের দিনে।।


আজকের দিনেই হজরত "আইয়ুব (আঃ)- কে রোগমুক্তি দেওয়া হয়েছিল।।


ইব্রাহীম (আঃ)কে আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছিল,, আজকের দিনে।।


আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে "হজরত মূসা"

(আঃ) প্রথমবার কথা বলেছিলেন,, আজকের দিনেই।। 


ফেরাউন জলে ডুবে মারা গিয়েছিল,,

আজকের দিনেই।। 


হজরত ঈশা (আঃ)কে আসমানে তুলে 

নেওয়া হয়েছিল আজকের দিনেই।।


এছাড়াও,, আজকের দিনেই অসংখ্য 

ছোট বড়ো ঐতিহাসিক ঘটনা ঘটেছে।।

সে বিষয়ে পরে বিস্তারিত আলোচনা 

করা যাবে।।  (ইনশাআল্লাহ) 

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.