ইসলামে সামাজিক শিক্ষা | Social Teachings of Islam ~ ইসলাম পরিচয়

 ইসলামে সামাজিক শিক্ষা সংক্ষিপ্ত

*Social Teachings of Islam*


সমাজের মূল ভিত্তি পরিবার। পরিবার/বংশ থেকে সমাজের সৃষ্টি হয়। সমাজের প্রতিটি মানুষের উপর একে-অপরের অধিকার রয়েছে। সেই অধিকারসমূহ নিন্মে আলোচনা করা হলো—


*★ নারীদের উপর পুরুষের অধিকার:-* ১)পুরুষদের কথা মান্য করা, ২)ধন-সম্পদের রক্ষা করা, ২)নিজের ইজ্জতকে রক্ষা করা, ৪)সন্তানদের হেফাজত করা।


*★ পুরুষদের উপর নারীদের অধিকার:-* ১)ভালো ব্যবহার করা, ২)দেনমোহর দেওয়া, ৩)খাবার, পোষাক ও আলাদা ঘর দেওয়া।


*★ সন্তানের উপর পিতা-মাতার অধিকার:-* ১)ভালো ব্যবহার করা, ২)সম্মান করা, ৩)খিদমত করা, ৪)মৃত্যুর পরে তাদের জন্য দুয়া করা, কবর যিয়ারত করা এবং তাদের আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা।


*★ পিতা-মাতার উপর সন্তানের অধিকার:-* ১)ভালো নাম রাখা, ২)আকীকা করা, ৩)উত্তম শিক্ষায় শিক্ষিত করা, ৪)প্রাপ্তবয়সে বিবাহ দেওয়া।


*★ আত্মীয়ের অধিকার:-* ১)ভালো ব্যবহার করা, ২)উপহার দেওয়া, ৩)তাদের কবর যিয়ারাত করা, ৪)আত্মীয়তার বন্ধন অটুট রাখা।


*★ প্রতিবেশীর অধিকার:-* ১)ভালো ব্যবহার করা, ২)খোঁজ-খবর নেওয়া, ৩)হাদিয়া দেওয়া।


*★সাধারণ মানুষের অধিকার:-* ১)ভালো ব্যবহার করা, ২)ভালো কথা বলা, ৩)যে জিনিস নিজের জন্য পছন্দ করা হয় সেটাই তাদের জন্য পছন্দ করা।


এছাড়া আল্লাহর রসূল (সঃ) ইরশাদ করেন:

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ: إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْهُ، وإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ، وإِذَا مَرِضَ فَعُدْهُ، وإِذَا مَاتَ فَاتْبَعْهُ. (رَوَاهُ مُسْلِمٌ) 


অর্থাৎ, ১)কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে, ২)তোমাকে দাওয়াত করলে তা তুমি কবুল করবে, ৩)সে তোমার নিকট ভালো উপদেশ চাইলে, তুমি তাকে ভাল উপদেশ দেবে, ৪)সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ্ বললে, তার জন্যে তুমি (ইয়ারহামুকাল্লাহ্ বলে) রহমাতের দু’আ করবে, ৫)সে পীড়িত হলে তার সেবা-শুশ্রুষা করবে এবং ৬)সে মৃত্যুবরণ করলে তার (জানাযার) সাথে যাবে।

                     

           

                                   সমাপ্ত

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.