কাযভিন জামে মসজিদ ~ ইসলাম পরিচয়

 আব্বাসিয় খিলাফতের অনিন্দ্যসুন্দর স্থাপত্য নিদর্শন কাযভিন জামে মসজিদ

৮০৭ সালে খলিফা হারুন আর রশিদ ইরানের কাযভিন শহরে এ মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে অন্যান্য শাসকেরা এর সংস্কার করে বর্তমান রূপ দেন।

কাযভিন ইরানের রাজধানী তেহরান থেকে দেড়শ মেইল পশ্চিমে অবস্থিত। আল বুরজ পর্বতমালার পাদদেশে অবস্থিত এ নিরিবিলি শহরটির অন্যরকম একটি মায়া আছে। যে কোন পর্যটককে এ শহর তার মায়ায় জড়িয়ে ফেলে। এর বিখ্যাত আঙুর আর বাকলাভা নামক মিষ্টি খেতে খেতে যখন ‘চেহেল সেতুন’ আর ‘কারাভান-সারা’য় হাটবেন, খেয়াল করবেন এ শহর আপনার স্মৃতিতে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে। আরেকটি তথ্য জানিয়ে দিই। এ শহরের বিখ্যাত মানুষদের মধ্যে একজনকে আমরা সকলেই চিনিঃ সিহাহ সিত্তাহ হাদীস সংকলকের একজন- ইবনে মাজাহ (রহঃ)।

ছবিগুলো ২০১৩ সালের অক্টোবরে কাযভিন ট্যুরের সময় তোলা হয়েছে। ছবিঃ লেখক+ Umayir Chowdhury





আব্বাসিয় খিলাফতের অনিন্দ্যসুন্দর স্থাপত্য নিদর্শন কাযভিন জামে মসজিদ। ৮০৭ সালে খলিফা হারুন আর রশিদ ইরানের কাযভিন শহরে এ মসজিদ নির্মাণ করেন Harun Al-Rashid's Architecture

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.